চাঁদপুরে ‘পুলিশের কাজে বাধা দেয়ায়’ ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
এ মামলায় ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. জাহিদুল ইসলাম রোমানকে প্রধান আসামি করা হয়েছে।
অপর আসামীরা হলোঃ ইকবাল বেপারি (৩২), বিপ্লব (২৬), সফিকুল ইসলাম (৪৫), নিবির (২২), মালেক শেখ (৪০), আনোয়ার হাওলাদার (৩০), শামীম (৩০), কাকন (২২), ইমন (৩৫) ও সোয়াম (২৯)।
চাঁদপুর ট্রাফিক পুলিশের সার্জেন্ট রফিকুল ইসলাম শুক্রবার রাতে বাদী হয়ে এ মামলা দায়ের করেন। ঘটনার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে যুবলীগ নেতা ইকবাল বেপারীকে রাতেই আটক করেছে পুলিশ।
অবশ্য তিনি শনিবার (২৪ জুন) বিকেলে আদালত থেকে জামিনে মুক্তি পায়।
চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান মোল্লা চাঁদপুর টাইমসকে জানান, ‘ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. জাহিদুল ইসলাম রোমানকে ১ নম্বর আসামি করে থানায় মামলা হয়েছে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
অপরদিকে ছত্রলীগের আহত নেতা কর্মীদের দেখতে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ছুটে আসেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি।
তিনি শনিবার সকাল ১১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন নেতা কর্মীদের খোঁজ খবর নেন। এ ঘটনা নিয়ে কোনো অভিমত ব্যক্ত করতে রাজি হননি ডা. দীপু মনি এমপি।
প্রসঙ্গত, চাঁদপুরে শুক্রবার (২৩ জুন) বিকেল সোয়া ৪টার দিকে শহরের প্রাণকেন্দ্র কালিবাড়ি এলাকায় মোটর সাইকেলে তিন আরোহী বহনকে কেন্দ্র করে পুলিশ- ছাত্রলীগ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে
সংঘর্ষ থামাতে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত সংঘর্ষে পুলিশসহ অনেক আহত হয় এবং পুলিশের দু’টি গাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। হাসপাতাল সূত্রে জানা যায় এতে পুলিশ ও ছাত্রলীগসহ অন্তত ৮৬ জন আহত হয়।
একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ঘটনাস্থলে বাড়তি পুলিশ সদস্য এসে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আকস্মিক এ ঘটনায় ঈদ মার্কেটে আসা যাত্রীরা এদিক-সেদিক ছোটাছুটি করে অনেকটা বিপাকে পড়েন এবং শহরের কেন্দ্রবিন্দুতে ঘন্টাব্যাপি যানজট লেগে যায়।
আশিক বিন রহিম
: আপডেট, বাংলাদেশ সময় ১০: ৩০ পিএম, ২৪ জুন ২০১৭, শনিবার strong>
ডিএইচ