চাঁদপুর

পুলিশ ও গোয়েন্দাদের পৃথক অভিযানে আটক ২

চাঁদপুর জেলাকে মাদকমুক্ত করতে পুলিশ সুপার শামসুন্নাহার নির্দেশনায় একদিকে ব্যাপক মাদক বিরোধী প্রচারাভিযান অপরদিকে গ্রেফতার অভিযান চলছে।

শহর থেকে গ্রামাঞ্চল, পৌর এলাকা থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত এসব অভিযান অব্যাহত রয়েছে।

মঙ্গলবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক খন্দকার মোঃ ইসমাইল হোসেন শহরের প্রফেসর পাড়া এলাকায় গোপন সংবাদে মাদক বিক্রির খবর পেয়ে অভিযান চালায়। এসময় স্থানীয় চিহ্নিত মাদক বিক্রেতা সাব্বির মাঝি (২৬)-কে ৫৪ পিচ ইয়াবাসহ হাতেনাতে আটক করে।

আটক সাব্বির মাঝি দির্ঘদিন ধরে নিজ এলাকাতে ইয়াবার রামরাজত্ব কায়েম করে আসছে বলে স্থানীয়রা জানান। পুলিশ বহুবার সাব্বির মাঝিকে আটকের চেষ্টা করেছিলো। কিন্তু সে পালিয়ে যেতো। সাব্বির মাঝি নিজেই কক্সবাজার এবং মিয়ানমার থেকে ইয়াবা এনে চাঁদপুরের বিভিন্ন পয়েন্টে বিক্রি করতো। জেলা গোয়েন্দা পুলিশ তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চাঁদপুর মডেল থানায় মামলা দায়ের করেছে।

অপরদিকে ওই রাতেই কমিউনিটি পুলিশ অঞ্চল-১ এর টহল সদস্যরা একই এলাকা থেকে মমিন পাড়া বেপারী বাড়ির সজল (২০)-কে ইয়াবাসহ আটক করে।

পরে চাঁদপুর মডেল থানার পুলিশকে খবর দিলে এসআই অনুপ কুমার চক্রবর্তী সজলকে আটক করে থানায় নিয়ে যায়।

স্টাফ করেসপন্ডেন্ট : আপডেট ৬:০০ এএম, ২০ এপ্রিল ২০১৬, বুধবার
ডিএইচ

Share