চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলার উত্তর ডিঙ্গাভাঙ্গা এলাকায় তিন ছিনতাইকারীকে রোববার(১৪ জানুয়ারি) রাত ৭ টায় আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
আটককৃতরা হচ্ছে উপজেলার কলাদী গ্রামের মৃত জমির আলীর ছেলে মো. তানবীর হাসান ওরফে চোরা হাসান (২৬), উপাদী উত্তর ইউনিয়নের পাঁচকিপাড়া গ্রামের মতি মজুমদারের ছেলে আরিফ হোসেন (২২) ও একই বাড়ির মনির মজুমদারের ছেলে সজীব হোসেন (২০)।
স্থানিয়রা জানান, ডিঙ্গাভাঙা গ্রামের শাহজাহান মিজির ছেলে ফয়সাল আহম্মেদের নিকট ওইদিন বিকেলে নাগদা গ্রামের ফয়েজ আহম্মেদ, শামীম ও সুমন নামক তিন বন্ধু বেড়াতে আসে। সন্ধ্যা আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭ টায় তারা চলে যাওয়ার সময় বাড়ীর পূর্ব ভিটির পশ্চিম পাশে উল্লেখিত সিনতাইকারীরা তাদেরকে ভয়ভিতি দেখিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে। এক পর্যায়ে তাদেরকে মারধর করে তাদের সাথে থাকা ৫ হাজার টাকা ছিনিয়া নিয়া যায়। তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ছিনতাইকারীদেরকে আটকে রেখে মতলব দক্ষিণ থানা পুলিশকে সংবাদ দেয়।
পরে থানার এস আই তপন চন্দ্র দাস সঙ্গীয় ফোর্স নিয়ে জনতা কর্তৃক আটক তিন ছিনতাইকারীকে থানায় নিয়ে আসে।
থানার অফিসার ইনচার্জ মো. কুতুব উদ্দিন জানান, আটককৃতদের বিরুদ্ধে মো. শাহজাহান মিজি বাদী হয়ে থানায় মামলা করেছে। এছাড়া আটক হওয়া মো. তানবীর হাসান ওরফে চোরা হাসানের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে। তাদেরকে আটক করার পর এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে জানান তিনি।
মতলব দক্ষিণ করেসপন্ডেন্ট
।। আপডটে, বাংলাদশে সময় ০৮ : ৫১ পিএম, ১৬ জানুয়ারি ২০১৭ সোমবার
এইউ