সদ্য যোগদানকৃত চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ আনোয়ার হোসেন বিপিএম (বার), পিপিএম (বার)-এর চাঁদপুর জেলায় আগমন উপলক্ষে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ সেপ্টেম্বর মঙ্গলবার পুলিশ লাইন্স ড্রিলসেড-এ “বিশেষ কল্যাণ সভা”র আয়োজন করা হয়।
সভায় রেঞ্জ ডিআইজি মোঃ আনোয়ার হোসেন জেলা পুলিশের সবাইকে সততা এবং নিষ্ঠার সাথে কাজ করার জন্য বলেন। সেই সাথে পুলিশে জবাবদিহিতা আরও পরিচ্ছন্ন করার নির্দেশনা প্রদান করেন। পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ব্যাপারে সবাইকে তাগিদ প্রদান করেন।
উক্ত সভায় উপস্থিত ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার মাহবুবুর রহমানসহ জেলা পুলিশের সকল উর্ধ্বতন কর্মকর্তা ও সকল ইউনিটের পুলিশ সদস্যগণ।
স্টাফ করেসপন্ডেন্ট, ২২ সেপ্টেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur