চাঁদপুরে মাত্র ১২০ টাকায় পুলিশের কনস্টেবল পদে চাকরি পেয়েছেন ৭১ জন। তাদের মধ্যে ৬৫ জন পুরুষ, ৬ জন নারী। বুধবার রাতে ফলাফল ঘোষণা শেষে নির্বাচিত এই ৭১ জনকে ফুল দিয়ে পুলিশ বাহিনীতে স্বাগত জানান চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব।
বৃহস্পতিবার বিকেলে চাঁদপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায় জানান, ৩টি ধাপ পেরিয়ে পুলিশ কনস্টেবল (আরটিসি) পদে যারা নির্বাচিত হয়েছেন তাদের গত ১ থেকে ১৫ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে হয়েছে।
তারপর গৃহিত আবেদনের ভিত্তিতে শারীরিক মাপ নেওয়া হয় ৪ থেকে ৬ নভেম্বর পর্যন্ত। তাদের মধ্যে ২৪৭৮ জনের লিখিত পরীক্ষা নেওয়া হয়। এ থেকে চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়া প্রার্থীদের মনস্তাত্বিক পরীক্ষা নেওয়া হয় গতকাল বুধবার সকালে। সেই পরীক্ষায় যারা যোগ্যতার পরিচয় দিতে পেরেছেন তারাই পুলিশ বাহিনীর কনস্টেবল পদে চাকরি লাভ করেছেন।
সব প্রক্রিয়া শেষ করে বুধবার রাতে চাঁদপুর জেলা পুলিশ লাইন্সে নতুন চাকরি পাওয়া ৭১ জনকে ফুল দিয়ে বরণ করে নেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব। এ সময় তিনি বলেন, ‘প্রশিক্ষণ শেষে সততা এবং ন্যায়ের সঙ্গে পুলিশে চাকরি করে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে হবে। অন্যায় এবং দেশপ্রেমের বিপরীতে কোনো কাজে জড়িত হওয়া যাবে না।’
নিজস্ব প্রতিবেদক, ৬ ডিসেম্বর ২০২৪