চাঁদপুরে পুলিশের মানবিক সহায়তা পেল ৫০০ পরিবার

চাঁদপুর জেলা পুলিশ ও প্রাণ আরএফএল গ্রুপের সৌজন্যে ৫ শতাধিক দুস্থ পরিবারকে মানবিক সহায়তা (ত্রাণ) দেয়া হয়েছে। ‘পাশে আছি বাংলাদেশ’ এই স্লোগানে ৩০ আগস্ট সোমবার দুপুরে চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় পুলিশ লাইনস্ মাঠে এসব পরিবারের হাতে প্রধান অতিথি হিসেবে মানবিক সহায়তা তুলেদেন চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহীউদ্দিন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রশিদসহ জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার মিলন মাহমুদ বলেন, বিট পুলিশিং সেবার মাধ্যমে থানা ভিত্তিক প্রত্যেকটা বিটে কর্মহীন, অসহায় হতদরিদ্র সাধারণ মানুষের কাছে মানবিক ত্রাণ সহায়তা পৌঁছে দিবে জেলা পুলিশ। দেশের এই দুঃসময় কাটিয়ে উঠার পরও অসহায়, কর্মহীন, বাস্তুহারা, দুস্থ মানুষের জন্য মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রতিবেদক: শরীফুল ইসলাম, ৩০ আগস্ট ২০২১

Share