হাজীগঞ্জ

পুলিশের হস্তক্ষেপে হাজীগঞ্জে স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ

চাঁদপুরের হাজীগঞ্জ থানা পুলিশের হস্তক্ষেপে ১০ম শ্রেণির স্কুল ছাত্রীর বাল্য বিয়ে বন্ধ হয়েছে। বুধবার (২৩ জানুয়ারি) বিয়ের আসর থেকে গোপন সংবাদের ভিক্তিতে থানার এস আই শামসুজ্জামান সঙ্গীয় পোর্স নিয়ে কার্যক্রম বন্ধ করে দেন।

জানা যায়, উপজেলার মাতৈন মস্তান বাড়ীর মজিবুর রহমানের মেয়ে হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী শাহিনুর আক্তার (১৪) এর গায়ে হলুদ মঙ্গলবার রাতে সম্পন্ন হয় । বুধবার বরযাত্রী আসার পূর্বে পুলিশ বিয়ে বাড়িতে গিয়ে আনুষ্ঠানিকতা বন্ধ করে দেয়।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো.জাবেদুল ইসলাম বলেন, ‘বাল্য বিয়ের কথা শুনে আমি পুলিশ পাঠিয়ে বিয়ে বন্ধ করে দিয়েছি। সেই সাথে স্কুল ছাত্রীর ১৮ বছরের পূর্বে বিয়ে দিলে আনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্তে বাবা-মার কাছ থেকে লিখিত অঙ্গীকার নামা রাখা হয়েছে।’

প্রতিবেদক- জহিরুল ইসলাম জয়
: আপডেট, বাংলাদেশ সময় ১০:০৩ পিএম, ২৪ জানুয়ারি ২০১৮, বুধবার
ডিএইচ

Share