পুলিশের সম্মানসূচক পদে যোগ দিচ্ছেন মাশরাফি!

চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক:

ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির স্বপ্ন ছিল সেনাবাহিনীতে যোগ দেবেন। কিন্তু ক্রিকেটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করায় নিজ থেকে সেনাবাহিনীতে যোগ দেওয়া হয়নি তার। তবে তার স্বপ্ন অপূর্ণ থাকেনি। ভারতীয় সেনাবাহিনী তাকে সম্মানসূচক কর্নেল পদে ভূষিত করে।

২০১৫ বিশ্বকাপে অসাধারণ সাফল্যের পর সাতক্ষীরায় পুলিশের পক্ষ থেকে ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজাকে সংবর্ধনা দেওয়া হয়। সেখানে মাশরাফি তার বক্তব্যে বলেন, ছোটবেলায় তার স্বপ্ন ছিল পুলিশ হবেন। এরপর থেকে শুরু হয় মাশরাফিকে এই বাহিনীতে নেওয়ার চিন্তাভাবনা। দেশসেরা এই পেসারকে সম্মানসূচক পদের প্রস্তাব দেওয়া হলে মাশরাফি তাতে সম্মতি প্রকাশ করেন। তবে তাকে কোন পদ দেওয়া হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।

মাশরাফিকে খুলনা রেঞ্জ থেকে পুলিশের সম্মানসূচক কোনো পদ দেওয়া হবে নিশ্চিত করে খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনির উজ জামান বলেন, ‘মাশরাফি বিন মুর্তজাকে পুলিশের সম্মানসূচক সদস্য করার ব্যাপারে চিন্তাভাবনা চলছে। এ নিয়ে কাজও শুরু হয়েছে।’

চাঁদপুর টাইমস- ডিএইচ/2015।

Share