কুমিল্লায় পুলিশ বহনকারী মাইক্রোবাস চাপায় মোটর সাইকেল আরোহী নিহত হওয়ার ঘটনায় এবং পুলিশবাসী মাইক্রোবাসে আগুণের ঘটনায় পৃথক দু’টি মামলা দায়ের হয়েছে।
নিহত রাসেলের ভাই মানিক বাদী হয়ে কুমিল্লা কোতয়ালী থানায় সড়ক দূর্ঘটনা আইনে মামলা এ মামলা দায়ের করেন। এতে পুলিশ বহনকারী মাইক্রোবাসের চালক আবুল বাশারকে আসামী করা হয়েছে। অপর দিকে পুলিশের উপর হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাত ১০০ জনকে আসামী করে আরেকটি মামলা দায়ের করেছে।
এদিকে এ ঘটনায় কুমিল্লার অতিরিক্তি পুলিশ সুপার আবদুল্লাহ আল-মামুনকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
নিহত রাসেল নোয়াখালী জেলার চাটখিল উপজেলার মনগাজী বেপারী বাড়ী এলাকার মৃত. সফিকুল্লাহর ছেলে। সে পেশায় একজন হকার ও গাড়ী চালক জানিয়েছে পুলিশ।
শুক্রবার ভোরে কুমিল্লার আদর্শ সদর উপজেলার বালুতুপা এলাকায় পুলিশবাহী মাইক্রোবাস চাপায় সন্দেহজনক এক মোটর সাইকেল আরোহী নিহত হওয়ার ঘটনায় মাইক্রোবাসটিকে জ্বালিয়ে দিয়েছে উত্তেজিত জনতা।
প্রতিবেদক, জাহাঙ্গীর আলম ইমরুল
: আপডেট, বাংলাদেশ সময় ১: ৩৫ পিএম, ১১ মার্চ ২০১৭, শনিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur