‘পুলিশের পাশাপাশি সমাজের প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে’

চাঁদপুরের শাহরাস্তি মডেল থানার উদ্যোগে “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে থানার সার্ভিস ডেলিভারী রুমে এটি অনুষ্ঠিত হয।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহরাস্তি – কচুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মোঃ রিজওয়ান সাঈদ জিকু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুলফিকার মোহাম্মদ আনোয়ার হোসেন।
থানার উপপরিদর্শক (এস আই) মোঃ রোকন উদ্দিনের সঞ্চালনায় এতে উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, রায়শ্রী দক্ষিণ ইউপি চেয়ারম্যান ডাঃ আবদুর রাজ্জাক, চিতোষী পশ্চিম ইউপি চেয়ারম্যান জোবায়েদ কবির বাহাদুর, টামটা উত্তর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক দর্জি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চৌধুরী, শাহরাস্তি প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান সেন্টু, ইউপি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, বাজার ব্যবসায়ী কমিটির নেতা মোঃ মোশারফ হোসেন মুশু, আবু নাছের মোঘল , সেফায়েত উল্যাহ, শিক্ষক হুমায়ূন কবির খন্দকার সেন্টু, যুবলীগ নেতা রাশেদ আলম অপু, আলমগীর হোসেন, ইউপি সদস্য মহরম আলী, বিট পুলিশিং কমিটির নেতা শাহ আলম প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে উপজেলার প্রতিটি ইউপি চেয়ারম্যান, সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং থানার অফিসার ফোর্স উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, পুলিশের সাথে সমাজের সকল স্তরের মানুষের দূরত্ব কমিয়ে উন্মুক্ত আলোচনা এবং পুলিশের কাজের ভালো মন্দ দিক তুলে ধরার জন্য এ ওপেন হাউজ ডে। আপনারা সমাজের ঘটে যাওয়া নানা ঘটনা ও অসংগতির বিষয়ে আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করলে খুব স্বল্প সময়ে তা প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়। কারা সমাজ তথা রাষ্ট্রের ক্ষতি সাধন করছে তাদের তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করুন। সামাজিক সকল ব্যাধি দূরীকরণে পুলিশের পাশাপাশি সমাজের প্রতিটি মানুষ কে এগিয়ে আসতে হবে। পুলিশের একার পক্ষে অপরাধ নির্মূল করা সম্ভব নয়। আমরা আপনাদের সহায়তা নিয়ে অপরাধ দমনে কাজ করতে চাই। আপনারা এগিয়ে আসলে অতি অল্প সময়ে আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর সমাজ তথা রাষ্ট্র গঠন সহজ হবে।

প্রতিবেদক: মো: জামাল হোসেন, ২৬ ফেব্রুয়ারি ২০২৪

Share