Home / জাতীয় / পুলিশের জন্য মানুষ আজ শান্তিতে বসবাস করছেন : আইজিপি
আইজিপি

পুলিশের জন্য মানুষ আজ শান্তিতে বসবাস করছেন : আইজিপি

পুলিশের মহা-পরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারি বলেছেন, ‘পুলিশের কল্যাণে দেশের মানুষ আজ শান্তিতে বসবাস করছেন। তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে জনগণের জানমালের নিরাপত্তা দিয়ে আসছে।’

১৭ জানুয়ারি শুক্রবার বিকেলে সাভারের হেমায়েতপুরের জোরপুল এলাকার লাজপল্লীতে ‘বিজয় উৎসবে’ যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

জাবেদ পাটোয়ারি বলেন, বাংলাদেশ পুলিশকে আরও আধুনিকায়ন ও শক্তিশালী করার লক্ষে এই বাহিনীর লোকবল বৃদ্ধি করা হচ্ছে। সেই সঙ্গে তাদের সক্ষমতা ও মানুষিকতা পরিবর্তনে যাবতীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, পুলিশ অত্যন্ত দক্ষতার সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখেছে। এই বাহিনী জঙ্গি ও সন্ত্রাস দমনে ব্যাপক সাফল্য অর্জন করেছে। মাদক নিয়ন্ত্রণে পুলিশ দিন-রাত কাজ করছে।

যশোর জেলা কল্যাণ সমিতির উদ্যোগে বিজয় উৎসবে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার, সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তাহমিদুল হক প্রমুখ।

চাঁদপুর টাইমস রিপোট