হাজীগঞ্জ

হাজীগঞ্জে পুলিশের ওপর হামলার প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে হাজীগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

১২ জানুয়ারি মঙ্গলবার বিকেলে মিছিল মধ্যবাজারে আসলে হাজীগঞ্জ থানা পুলিশ এতে বাধা দেয়। তারই জের ধরে কর্তব্যরত পুলিশের এস আই ইউনুসের ওপর হামলা চালিয়ে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

ঘটনার খবর পেয়ে অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনিসহ সংঙ্গীয় পোর্স ঘটনাস্থল পৌছার পূর্বেই হামলাকারীরা পালিয়ে যায়। ঘটনায় থানার উপ-পরিদর্শ (এসআই) ইউনুছ মিয়াসহ দুই জন গুরুতর আহত হয়।

বেলা পৌনে ৫ টার দিকে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধা সরকার ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক জিসান আহমেদ সিদ্দিকী নামে এক হামলা কারীকে আটক করা হয়েছে। পুলিশ বাদী হয়ে এ ঘটনার জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করবে।

এদিকে সন্ধ্যায় পুলিশের ওপর হামলা প্রতিবাদে হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল আলম বেপারীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। পৌর ছাত্রলীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে মিছিলটি বাজারের প্রদান প্রদান সড়ক প্রদক্ষিন শেষে হাজীগঞ্জ প্লাজার সম্মুখে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহজালাল রুবেল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন জীবন, শরীফ মোল্লা, ফয়সাল বলি, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সৌহরাব ওয়াজেদ তাজ, প্রচার সম্পাদক ফরহাদ আলিফ, পৌর ছাত্রলীগের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক নাহিদুল ইসলাম রাকিব, ছাত্রলীগ নেতা সাগর আহমেদ, ববি আহমেদ, কাজী রাজীবসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক:জহিরুল ইসলাম জয়,১২ জানুয়ারি ২০২১

Share