শাহরাস্তি পৌর বিট পুলিশিংয়ের আলোচনা সভা ও মাস্ক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুন শনিবার বিট পুলিশিং এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত বিট পুলিশিং সমাবেশে মাদক, বাল্য বিবাহ, ইভিটিজিং, কিশোর গ্যাং, করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনামূলক উদ্ধুদ্ধকরন বিষয়ে মেহের রেলষ্টেশন পৌর ২ ও ৩ নং বিট পুলিশিং এর আয়োজনে আলোচনা সভা ও মাস্ক বিতরণ অনুষ্ঠিত হয়।
শাহরাস্তি থানা পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোর্শেদুল আলম ভূঁইয়ার সভাপতিত্বে ও বিট পুলিশিং এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এস আই) মো সোহেল রানার সঞ্চালনায় আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান কামরুন্নাহার কাজল।
এসময় বক্তব্য রাখেন শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি ও ঐতিহ্যবাহী মেহের ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা সাবেক অধ্যক্ষ এম এ আউয়াল মজুমদার, সাধারণ সম্পাদক এডভোকেট ইলিয়াস মিন্টু, লক্ষ্মীপুর সরকারি ডিগ্রি কলেজের প্রফেসর মো শাহাজান, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান ব্যাপারী, কাউন্সিলরবৃন্দ, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম, বিট পুলিশিং এর সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মানিক, সাধারণ সম্পাদক শাহ আলম, ফারুক হোসেন বি এস সি, গাজী কবির, গাজী ফিরোজসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিট পুলিশিং সমাবেশে বক্তারা মাদক, বাল্য বিবাহ, ইভিটিজিং, কিশোর গ্যাং, করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনামূলক উদ্ধুদ্ধকরন বিষয়ে বক্তব্য রাখেন, এবং সমাজের সকল অপরাধ রুক্তে পুলিশ প্রশাসনকে অবহিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। আলোচনা সভা শেষে করোনা ভাইরাাস প্রতিরোধে মাস্ক বিতরণ করেন অতিথিবৃন্দ।
প্রতিবেদক: মোঃ জামাল হোসেন
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur