ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মোরা’ চাঁদপুরসহ উপকূলীয় অঞ্চলকে ১০ নং মহাবিপদ সংকেত দেয়া হয়েছে। এ খবরে চাঁদপুর শহর রক্ষা বাঁধ ও নদীর অবস্থা পর্যবেক্ষণে গিয়েছেন চাঁদপুর জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল।
সোমবার (২৯ মে) রাত ১১ টায় চাঁদপুর বড়স্টেশন মোলহেডে যান তিনি। সেখানে মোলহেডের আশপাশ ঘুরে শহর রক্ষা বাঁধ পর্যবেক্ষণ করেন।
এসময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘চাঁদপুরে ১১৭টি সাইক্লোন সেন্টার (আশ্রয় কেন্দ্র) খোলা হয়েছে। এসব সেন্টারে নদী তীরবর্তী, চরাঞ্চল ও আশেপাশের এলাকার লোকজনকে নিরাপদ আশ্রয়ে নেয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনিয়ন চেয়ারম্যান, স্থানীয় জনপ্রতিনিধিদের নির্দেশনা দেয়া হয়েছে।’
এ বিষয়ে সাংবাদিকসহ সকলকে কাজ করার জন্য জেলা প্রশাসক আহবান জানিয়ে বলেন, যেনো কোথাও কোনো স্থানে অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে সেজন্যে সর্বসাধারণকে সতর্কতার পাশাপাশি সকলকে নিরাপদ আশ্রয়ে যেতে হবে। এক্ষেত্রে যেসব স্কুলকে সাইক্লোন সেন্টার হিসেবে খোলা হয়েছে, সেসব স্কুলের প্রধান শিক্ষকবৃন্দ সেন্টারে আশ্রয় নেয়া নারী-শিশুদের নিরাপত্তায় থাকতে বলা হয়েছে। পাশাপাশি তাদের জন্য শুকনো খাবার ব্যবস্থা করার নির্দেশ দেন তিনি।
এসময় চাঁদপুর জেলা প্রশাসকের সাথে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আবদুল হাই, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা আবু রায়হান, উপ-সহকারী প্রকৌশলী মো. আশরাফুজ্জামান, ফখরুল আমিন, একেএম তোফায়েল, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শরীফ চৌধুরী, সাধারণ সম্পাদক জিএম শাহীনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক
আপডেট, বাংলাদেশ সময় ১২ : ৪০ এএম, ৩০ মে ২০১৭, মঙ্গলবার
ডিএইচ