পুরো যুক্তরাষ্ট্রে ‘গে’ বিয়ে বৈধ

আন্তর্জাতিক ডেস্ক :

‘হ্যালো মা, আমি এখন সুপ্রিম কোর্টে। জানো মা, তোমার ছেলের স্বামী পেতে আর কোনো বাধা রইল না।’ উচ্ছ্বসিত জর্ডান মোনাগান তার মাকে ফোন করলেন খবরটি শোনামাত্রই।

খবরটি হল— যুক্তরাষ্ট্রে গে বিয়েকে (পুরুষে-পুরুষে বিয়ে) বৈধতা দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত। এখন থেকে দেশটির সবকটি রাজ্যেই পুরুষের সমকামী বিয়ে আইনসিদ্ধ।

আগে রাজধানী ওয়াশিংটন ডিসি ছাড়া ৩৭টি রাজ্যে গে বিয়ে বৈধ ছিল। এখন বাকি ১২টি রাজ্যের পুরুষরাও সমকামী বিয়ের বৈধতা পেলেন।

এ রায়ে আনন্দ প্রকাশ করেছেন আন্দোলনকর্মী এবং মোনাগানের মতো মার্কিন সমকামী পুরুষেরা।

যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার এক রায়ে এ ঘোষণা দিয়েছেন। বিচারক অ্যান্থনি কেনেডি এ রায় ঘোষণা করেছেন। তিনি বলেছেন, বিয়ে সবার সাংবিধানিক অধিকার।

রায়ের কপিতে কেনেডি লিখেছেন, ‘বিয়ের চেয়ে বড় বন্ধন আর কী হতে পারে।’

তবে যে সব রাজ্যে গে বিয়ে নিষিদ্ধ ছিল সে সব রাজ্যে ঠিক কবে থেকে এ রায় কার্যকর হতে যাচ্ছে, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আপডেট :   বাংলাদেশ সময় : ১৩ আষাঢ় ১৪২২ বঙ্গাব্দ, শনিবার ২৭ জুন ২০১৫ খ্রিস্টাব্দ, ০২:০৪ অপরাহ্ন

 

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমস ডট কম-এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি

Share