চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের দোয়ালিয়া গ্রামে মা ও মেয়ের পরপর মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত ৮টার দিকে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন দোয়ালিয়া বড় মিজি বাড়ির মৃত ইউনুসের স্ত্রী শামসুন্নাহার (৭০)। শুক্রবার (৯ জানুয়ারি) সকালে তাঁর দাফনের কার্যক্রম চলছিল। এ সময়ই পরিবারে আসে আরেকটি দুঃসংবাদ শামসুন্নাহারের মেয়ে ফজিলাতুন্নেছা (৫০) মারা গেছেন।
একই সময়ে একদিকে মায়ের দাফন, অন্যদিকে মেয়ের গোসলের প্রস্তুতি চলতে থাকায় এলাকায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। স্বজন ও প্রতিবেশীদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো গ্রাম।
প্রতিবেশী শারমিন সুলতানা জানান, ফজিলাতুন্নেছার কোনো সন্তান ছিল না। মায়ের মৃত্যুর খবরে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে জানান স্থানীয়রা। ধারণা করা হচ্ছে, মায়ের শোক সইতে না পেরে তাঁর মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানান, মেয়ে ফজিলাতুন্নেছা ছিলেন নিঃসন্তান। যে কারণে মায়ের কাছে থেকে মায়ের সেবা করতেন।
তাই মায়ের মৃত্যু শোক সইতে না পেরে হয়ত স্ট্রোক করে মারাই গেলেন। পরে মায়ের কবরের পাশে ফজিলাতুন্নেছাকে দাফন করা হয়।
একই পরিবারের মা ও মেয়ের এমন পরপর মৃত্যুতে দোয়ালিয়া গ্রামে শোকের আবহ বিরাজ করছে। এলাকাবাসী শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
স্টাফ করেসপন্ডেট/
১০ জানুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur