ক্রিকেট মাঠে কতই না আজব ঘটনা ঘটে তবে নাইজেরিয়া ক্রিকেট দলের সাথে যেটা ঘটল সেটা হার মানিয়েছে আর যেকোনো ঘটনাকেই। কোচ ও পুরো দলটিকেই বহিস্কার করেছেন নাইজেরিয়া ক্রিকেট বোর্ড।
কারণ জার্সি দ্বীপপুঞ্জে হয়ে যাওয়া ওয়ার্ল্ড ক্রিকেট লিগে পাঁচ দলের বিপক্ষে খেলে একটি ম্যাচ বাদে সবকটিতেই হেরেছে তারা। এর মধ্যে ওমানের বিপক্ষে ৩৯ রানে অলআউট হয়েছে দলটি। এমনকি পঞ্চম স্থান নির্ধারনী ম্যাচেও তানজেনিয়ার বিপক্ষে ১ উইকেটে হেরে যায় তারা।
আর এমন ঘটনায় যারপরনয় বিরক্ত দেশটির ক্রিকেট বোর্ড। পুরো ক্রিকেট দলই বহিস্কার!
আবুজায় এক সংবাদ সম্মেলন করে কোচসহ জাতীয় ক্রিকেট দলকে ‘বাতিল’ ঘোষণা করলেন নাইজেরিয়ার ক্রিকেট ফেডারেশন প্রধান এমেকা ওনিয়েমা।
তিনি বলেন, ‘এর চেয়ে খারাপ আর কিছু হতে পারে না। দলের সকল সুযোগ-সুবিধা বাড়ানো হলেও কাঙ্খিত সফলতা এনে দিতে পারেনি দলটি। তাই আমরা পুরো দলটাকেই ঢেলে সাজানোর কথা ভাবছি।’
দলের কোচসহ খেলোয়াড়রদের প্রতি দায়িত্বহীনতার অভিযোগ এনে তিনি বলেন, কয়েকদিনের মধ্যেই নতুন কোচিং স্টাফ ও খেলোয়াড়দের নাম ঘোষণা হবে। দায়িত্ববোধ আছে কেবল এমন ক্রিকেটাররাই দলে জায়গা পাবেন।’
নিউজ ডেস্ক : আপডেট ৬:১৫ পিএম, ১০ জুন ২০১৬,শনিবার
এইউ