chandpur times
দৃশ্যটি দেখলে রীতিমতো চমকে উঠতে হবে আপনাকে। একজন পুরুষকে তার সহকর্মী আরেক নারী বেধড়ক পেটাচ্ছেন। আবার পুরুষটিও ওই নারী সহকর্মীর উপর চড়াও হয়েছেন। এতে নারী সহকর্মী আহত হয়েছেন। ঘটনাটি গত বছরের নভেম্বরের।
হামলার শিকার ওই নারী নয়া দিল্লির একটি কোচিং সেন্টারে পড়াতেন। তার অভিযোগ ওই সেন্টারের প্রধান (ভিডিওতে যার উপর নারীটি হামলা করেছিল) তাকে না জানিয়েই অন্য জায়গায় বদলি করেছেন।
তিনি এর প্রতিবাদ জানাতে গেলে ওই কোচিং সেন্টারের প্রধান তার ওপর হামলা চালান।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur