চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজেদুল হোসেন বাবু (বাতেন) এর ব্যবহৃত মোটর সাইকেল চুরির ঘটনায় মিজানুর রহমান নামে একজনকে আটক করেছে পুলিশ।
আটককৃতকে শনিবার (১৪ জুলাই) চাঁদপুর আদালতে প্রেরণ করলে বিচারক মিজানুর রহমানকে জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে।
মতলব উত্তর থানা সূত্রে জানা যায়, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান সাাজেদুল হোসেন বাবু (বাতেন) এর ব্যবহৃত মোটর সাইকেল (ঢাকা মেট্টো ল- ২৩-৪০২৩) তা বাড়ি থেকে ৯ জুলাই রাতে চুরি হয়। মামলার এজাহারে বর্ণিত মজলিশপুর গ্রামের লুৎফর রহমান লনি মিয়ার ছেলে অভিযুক্ত মিজানুর রহমানসহ আরো ৩/৪জন বাড়ির আশ-পাশে সন্দেহজনক ঘুরাফেরা করতে দেখা যায়। ওই রাতেই মোটর সাইকেলটি চুরি হয়।
এ ব্যাপারে মতলব উত্তর থানায় ১৩ জুলাই চেয়ারম্যান সাজেদুল হোসেন বাবু বাতেন বাদি হয়ে একটি মামলা দায়ের করেন।
ওই মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোজাম্মেল হক আসামী মিজানুর রহমানকে আটক করে।
প্রসঙ্গত, আটককৃত মিজানুর রহমান সুজাতপুর বাজারে রেন্ট-এ-কার ও মোটর সাইকেল মেরামত করার ওয়ার্কশপ এর ব্যবসা করেন।
প্রতিবেদক- খান মোহাম্মদ কামাল