Home / জাতীয় / প্রতিটি জাতীয় নির্বাচনে সেনা থাকে : ইসি ইভিএম ব্যবহারে প্রস্তুত নয়
nurul huda ec
ফাইল ছবি

প্রতিটি জাতীয় নির্বাচনে সেনা থাকে : ইসি ইভিএম ব্যবহারে প্রস্তুত নয়

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) খান মো. নুরুল হুদা বলেছেন, জাতীয় নির্বাচনে সেনা নিয়োগ নিয়ে নির্বাচন কমিশনারদের মধ্যে কোনো মতবিরোধ বা বিভক্তি নেই। প্রতিটি জাতীয় নির্বাচনেই সেনাবাহিনী মোতায়েন থাকে, এটা একটা বাস্তবতা।

তবে কমিশন এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি। বুধবার (১৪ নভেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি একই সঙ্গে জানিয়ে দিলেন, আগামী সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের জন্য কমিশন প্রস্তুত নয়।

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার গত সোমবার সাংবাদিকদের বলেছিলেন, “আগামী নির্বাচনে সেনা মোতায়েন হবে। এখানে একটা ‘কিন্তু’ আছে। সেনাবাহিনীকে আমরা কিভাবে কাজে লাগাব, নির্বাচনী প্রক্রিয়ায় সেনাবাহিনী কিভাবে যুক্ত হবে তা বলার সময় এখনো হয়নি। কমিশনে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আমরা নির্বাচন কমিশনাররা প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আলোচনা করেছি এবং আমাদের সবারই অনুভূতি হচ্ছে সেনা মোতায়েন হোক। এটাকে এখনো কমিশনের সিদ্ধান্ত বলা যাবে না। সময়ই বলে দেবে কিভাবে সেনা মোতায়েন হবে।

পরদিন গত মঙ্গলবারও ওই নির্বাচন কমিশনার বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, নির্বাচনে সেনাবাহিনী থাকাটা জনগণের প্রত্যাশা পূরণ করে। তবে এ বিষয়ে ইসি এখনো সিদ্ধান্ত নেয়নি। দেশের অবস্থা, রাজনৈতিক সংস্কৃতি ও পরিবেশ এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার বড় নিয়ামক হিসেবে কাজ করবে। ’ তিনি আরো বলেন, ‘সিআরপিসিতেও বলা আছে সেনাবাহিনীর কমিশন্ড অফিসার কোথাও গণ্ডগোল দেখলে দায়ীদের আইনের আওতায় আনতে পারবেন। সে হিসেবে ইসি কোথাও সীমিত হয়ে পড়ছে না। ’

ইভিএম বিষয়ে মাহবুব তালুকদার বলেছিলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করতেই হবে—এমন কোনো চিন্তা আমাদের নেই। তবে ভবিষ্যতে নির্বাচনপ্রক্রিয়ায় ইভিএম যুক্ত করতে হবে। ইভিএম একটি অনিবার্য বিষয়; কিন্তু আমরা পারব কিভাবে? আমাদের তো প্রাথমিক প্রস্তুতিই নেই। আর ইভিএম ব্যবহারে প্রস্তুতি নেওয়ার জন্য যে সময় ও অগ্রগতি দরকার, সে রকম সময় আমাদের হাতে নেই। ’

মাহবুব তালুকদারের ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সরকারি বার্তা সংস্থা বাসসের প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘বক্তব্যটি তাঁর ব্যক্তিগত। এ ব্যাপারে কমিশন এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। তবে সেনাবাহিনী নির্বাচনে থাকতে পারে কি না, এ ব্যাপারে কথাবার্তা হচ্ছে। ’

এসব বিষয়ে বুধবার সিইসি সাংবাদিকদের বলেন, “আমাদের মধ্যে বিভক্তির কোনো কারণ নেই। আপনারা (সাংবাদিক) নাছোড়বান্দা লোক। আপনারা শুনতে চেয়েছেন, উনি (মাহবুব তালুকদার) হয়তো বলেছেন। উনি ‘কিন্তু’ বলেছেন, এটা কমিশনের সিদ্ধান্ত নয়। মাহবুব তালুকদার মনে করেন, নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা প্রয়োজন হবে। এটা তাঁর ব্যক্তিগত মত। কমিশনের সভার বরাত দিয়ে তিনি এ কথা বলেননি। ”

সিইসি একই সঙ্গে প্রশ্ন তুলে বলেন, ‘এত তাড়াতাড়ি আপনারা এই সিদ্ধান্ত চান কেন? এখনো এক বছরের বেশি সময় আছে সেই অবস্থানে পৌঁছতে। এত আগে তো সেই সিদ্ধান্ত দেওয়া যাবে না। ’ ইভিএম সম্পর্কে তিনি বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের জন্য ইসি প্রস্তুত নয়। তবে বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনে পরীক্ষামূলকভাবে ইভিএম ব্যবহার করা হবে। ’

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ ০৬ : ০৩ এএম, ১৬ নভেম্বর, ২০১৭ বৃহস্পতিবার
ডিএইচ

Leave a Reply