পুরানবাজার মধূসুদন উবির একাডেমিক ভবন উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী

চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী পুরানবাজার মধূসুদন উচ্চ বিদ্যালয়ের নতুন চারতলা একাডেমিক ভবন উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

১৭ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় তিনি অন্যান্য অতিথিদের নিয়ে নতুন ভবনের ফলকের উন্মোচন করেন।

প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপিসহ অন্যান্য অতিথিদের ফুলেল শুভেচ্ছায় বরণ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোটারিয়ান গনেশ চন্দ্র দাসসহ সকল শিক্ষকবৃন্দ।

নতুন ভবন উদ্বোধন উপলক্ষে দোয়া ও মোনাজাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের শহীদদের রুহের মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশের উন্নয়নে কাজ করা সকলের সুস্থতা কামনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ হোসাইন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, অফিফ মহিউদ্দিন, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পপদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গিয়াস উদ্দিন, চাঁদপুর চেম্বার অব কমার্সের সহ-সভাপতি তোমার কুমার ঘোষ, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জহিরুল ইসলাম সহ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: আশিক বিন রহিম, ১৭ সেপ্টেম্বর ২০২১

Share