পুরানবাজার মধুসূদন হরিসভা উবি’র বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

উৎসবমুখর এবং বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে চাঁদপুর শহরের পুরানবাজার মধুসূদন হরিসভা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২৯ জানুয়ারি বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। শিক্ষার্থীদের গাওয়া জাতীয় সংগীত পরিবেশন এবং জাতীয় পতাকা ও স্কুলের ক্রীড়া পতাকা উত্তোলনের মধ্যদিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতারং শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ এরশাদ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ, বীরমুক্তিযোদ্ধা আবদুল হামিদ মাস্টার, চাঁদপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সুভাষ চন্দ্র রায়, সিনিয়র সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, পুরানবাজার মধুসূদন হরিসভা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গনেশ চন্দ্র দাস। অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শাহীন সুলতানা।

প্রধান অতিথি তার বক্তব্য বলেন, আজকের এই দিনটি শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ আনন্দময়। ছেলেবেলায় আমরাও এই দিনটির জন্য বছর ধরে মুখিয়ে থাকতাম। এইদিন খেলাধুলার পাশাপাশি সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন থাকে। যা শারীরিক ও মানসিক বিকাশে জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আর বলেন, এবারের এসএসসি পরীক্ষায় এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক ভালো ফলাফল অর্জন করেছে। বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হিসেবে এটি আমার জন্য আনন্দ এবং গর্বের। অর্জনে জন্য আমি বিদ্যালয় সকল শিক্ষক এবং অভিভাবকদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করছি। আপনাদের সম্মিলিত প্রয়াস এবং প্রচেষ্টায় শিক্ষার্থীরা আগামীতেও তাদের ভালো ফলাফল ধরে রাখবে, সেই প্রত্যাশা করছি।

ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের পাশাপাশি অনুষ্ঠানের মেয়ে শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, নান্দনিক ডিসপ্লে পরিবেশন, জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এবং ক্লাস পরীক্ষার মেধা পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানের সবচেয়ে বড় আকর্ষণ ছিল মেয়ে শিক্ষার্থীদের ডিসপ্লে ও নৃত্য পরিবেশন এবং যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা। যা আমন্ত্রিত অতিথি, অভিভাবক, শিক্ষক এবং শিক্ষার্থীরা আনন্দের সাথে উপভোগ করেন।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুরান বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলী হোসেন, ২নং বালক সপ্রাবির প্রধান শিক্ষক তাছলিমা বেগম, শিক্ষক ধ্রুবরাজ বণিক, মাকসুদুল মাওলা, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সদস্য জাকির হোসেন খান শিপনসহ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য, সকশ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রতিবেদক: আশিক বিন রহিম/
২৯ জানুয়ারি ২০২৬