চাঁদপুর শহরের পুরানবাজার মধুসূদন হরিসভা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।২৭ জুলাই রোববার দুপুরে বিদ্যালয়ের হলরুমে এই আয়োজন করা হয়। শিক্ষার মানোন্নয়নে এবং আগামী প্রি-টেস্ট ও টেস্ট পরীক্ষায় ভালো ফলাফল করার লক্ষ্যে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গনেশ চন্দ্র দাস। তিনি বলেন, এই বিদ্যালয়টি চাঁদপুর শহরের একটি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ। আমাদের যা কিছু অর্জন তা শিক্ষক এবং অভিভাবকদের সমন্বয়ে। আমি মনে করি বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের আরো সচেতন হতে হবে। প্রতিটি শিক্ষার্থীর বাবা মা যদি তাদের সন্তানের উপর সচেতন হন তবে ওই সন্তানের অবশ্যই ভালো রেজাল্ট হবে। সেইসাথে মাঝে মাঝে বিদ্যালয়ে এসে সন্তানের খোঁজ-খবর নিলে তারা লেখাপড়ায় ফাঁকি দিতে পারবে না। আপনারা সন্তানের পড়াশোনার দিকে বিশেষ নজর দিবেন। যে শিক্ষার্থী যে বিষয়ে দূর্বল তাকে অতিরিক্ত পাঠদানের মাধ্যমে অনুশিলন করতে হবে। এতে বিদ্যালয়ের সুনাম ও মান বৃদ্ধি পাবে।
সহকারী শিক্ষক মোহাম্মদ হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন শাহীন সুলতানা ও দ্বীলিপ কুমার দেবনাথ। এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: আশিক বিন রহিম, ২৭ জুলাই ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur