Home / চাঁদপুর / পুরানবাজার বারোয়ারি মন্ডপে সনাতনী ব্যবসায়ীদের গণেশ পুজা অনুষ্ঠিত
পুরানবাজার

পুরানবাজার বারোয়ারি মন্ডপে সনাতনী ব্যবসায়ীদের গণেশ পুজা অনুষ্ঠিত

পহেলা বৈশাখ উপলক্ষে ব্যবসায় উন্নতির প্রার্থনা করে চাঁদপুর শহরের প্রধান ব্যবসায়িক এলাকা পুরানবাজারে শ্রী শ্রী গনেশ পুজো অনুষ্ঠিত হয়েছে। ১৫ এপ্রিল মঙ্গলবার বাজার এলাকার ঐতিহ্যবাহী শ্রী শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর মন্দির বারোয়ারি পূজো মন্ডপে সনাতন ধর্মের ব্যবসায়ীবৃন্দ এ পূজার আয়োজন করে।

সকালে মঙ্গলঘট স্থাপনের মধ্য দিয়ে শুরু হয় শ্রী শ্রী গনেশ পুজোর কার্যক্রম। এরপর পূজা-অর্চনা ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে এই আয়োজন শেষ হয়। পূজার পুরোহিত ছিলেন প্রসেনজিৎ চক্রবর্তী।

পূজার এই অনুষ্ঠানে পুরানবাজারের সনাতন ধর্মের ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন, শিমুল সাহা, টিটু সাহা, শেখর পাল, গোপাল সাহা, সুবল পোদ্দার, দীপক সাহা, আবির ঘোষ, অনু সাহা, বিনু সাহা, লিটন দাস, ইমন দাস, শুভ পাল, শম্ভু বণিক, সৌরভ সাহা, নারু বণিক, প্রথম সাহা, কানাই সাহা, শিশির চন্দ্র সাহাসহ আরো অনেকে।

প্রসঙ্গত, গোটা বছরে সুস্থতা, আনন্দ, মঙ্গলের প্রার্থনায় পয়লা বৈশাখের দিনে তারা গণেশের আরাধনা করন। সনাতন ব্যবসায়ীদের মনে করেন, ধনদেবী ও সিদ্ধিদাতার আরাধনাতেই নতুন কিছু থেকে শুভ ফল লাভ হয়। আর সেই আশা নিয়ে শুরু হয় নববর্ষ।

প্রতিবেদক: আশিক বিন রহিম, ১৫ এপ্রিল ২০২৫