উৎসবমুখর এবং বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নুরিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ১০ ফেব্রুয়ারি সোমবার শহরের পুরানবাজার দাসপাড়া এলাকায় বিদ্যালয়ে মাঠে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জিয়াউল হক মিলন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রধান শিক্ষক মো. বুলবুল আহছানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের দাতা সদস্য বাহার হায়দার চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে জেলা শিক্ষা অফিসার বলেন, বিদ্যালয়গুলোকে মানসম্মত শিক্ষার পাশাপাশি খেলাধুলা সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং নৈতিকতার সুনাম অর্জন করতে হবে। শুধু বার্ষিক ক্রীড়াতেই নয়, শিক্ষার্থীদের জাতীয় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা গুলোতেও অংশ নিতে হবে। পরে তিনি মেধা পুরুস্কার বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মহব্বত হায়দার চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ব্যাংকার মো. মুজিবুর রহমান, সাবেক শিক্ষানুরাগী সদস্য রফিক আহমেদ মিন্টু, বিশিষ্ট ব্যবসায়ী নকিবুল ইসলাম চৌধুরী, খোরশেদ আলম বেপারী, অভিবাবক সদস্য সুকুমার পাল, আব্দুর রশিদ খান, মমতাজ আক্তার, প্রাক্তণ ছাত্র আনিছুজ্জামান পলাশ, মো. আলী আরশ্বাদ বেপারি মিশন, মো. মিজানুর রহমান স্বপন, ফিরোজ চৌধুরী, মো. ইকবাল হোসেন ভুট্টোসহ বিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষক মন্ডলী ও অভিভাবকগণ।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুলতানা নাজমে আরা’র সার্বিক তত্ত্বাবধানে ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক বিপ্লব চন্দ্র দাস।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সহকারী শিক্ষক মানছুর আহমেদ ও শম্ভুনাথ নন্দী। অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন বিদ্যালয়ের শিক্ষক ইফতাজুল ইসলাম, আলআমিন সরকার, কাকলি আক্তার, সুব্রত দাস, সুবর্না আক্তার, ফাহমিদা আক্তারসহ সকল শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীগণ।
এদিন সকালে বিদ্যালয়ে শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অতিথিগণ জাতীয় পতাকা, ক্রীড়া ও স্কুল পতাকা উত্তোলন করে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন। আলোচনা পর্ব শেষে অতিথিদের সম্মানে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করা হয়।
প্রতিবেদক: আশিক বিন রহিম, ১০ ফেব্রুয়ারি ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur