চাঁদপুর পুরানবাজারে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে পুরানবাজার মধ্য শ্রীরামদী ভোদাই বাড়ি মাঠে ফাইনাল খেলায় অংশগ্রহন করেন শেখ রাসেল ক্রীড়া চক্র ও বন্ধুমহল ক্রীড়া চক্র।
ফাইনাল ম্যাচের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল।
এসময় তিনি বলেন,খেলাধূলা যেমন শরীর সুস্থ রাখে তেমনি মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করে। এ সরকার খেলাধূলার উন্নয়নে কাজ করেছে। নতুন নতুন আধুনিক স্টেডিয়াম করেছে। দেশের ছেলে মেয়েরা খেলাধূলায় নিজের সেরাটা দিয়ে বিশ্বের কাছে দেশকে পরিচিত করছে। আপনার সন্তানকে লেখাপড়ার পাশাপাশি খেলাধূলায় মনোনিবেশ করতে দিন।
তিনি আরো বলেন,সামনে নির্বাচন,দেশের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। দেশকে দূর্নীতির চ্যাম্পিয়ান রাষ্ট্র বানাতে কোন অপশক্তিকে সুযোগ দিবেন না।শেখ হাসিনার কাছে এই দেশ নিরাপদ।
টুর্নামেন্টে সার্বিক তত্বাবধায়নে ছিলেন ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কামাল হাওলাদার।
এসময় উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি আলমগীর গাজী,মুনাফ হাওলাদার,১নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ফজলু মিজি।
টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহন করেন। ৪-১ গোলে বন্ধুমহল ক্রীড়া চক্র শেখ রাসেল ক্রীড়া চক্রকে পরাজিত করে।
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক,২২ সেপ্টেম্বর ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur