চাঁদপুর পৌরসভার ২নং ওয়ার্ডস্থ পুরানবাজার মধ্য শ্রীরামদী এলাকায় মাদক বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ৩ মে শনিবার বিকেলে ২নং ওয়ার্ড বিএনপি, যুবদল ও ছাত্রদলের আয়োজনে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। মাদকবিরোধী এই বিক্ষোভে এলাকার শান্তিপ্রিয় শত শত সাধারণ মানুষও অংশগ্রহণ করেন।
এসময় বিক্ষোভ মিছিল থেকে বিক্ষুব্ধ জনতা মাদক বিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। প্রশাসন যদি দ্রুত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে, তবে সাধারণ জনগণ নিজ হাতে আইন তুলে নেওয়ার হুঁশিয়ারি দেন।
বক্তারা বলেন, মাদকের ভয়াল থাবায় এলাকার যুবসমাজ নষ্ট হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, মাদকের কারণে কিশোর গ্যাং, মারামারি, চুরি বেড়ে গেছে। এলাকার বেশিরভাগ মানুষ শান্তিপ্রিয়। অল্প সংখ্যক মানুষ মাদক কারবারির সাথে জড়িত। তাদের কারণে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। আর এসব মাদক কারবারিদের কথিত কিছু প্রভাবশালী আশ্রয় প্রশ্রয় দিচ্ছে।
বক্তারা বলেন আমরা অতিশীঘ্রই এই নষ্ট পথ থেকে উভয় পক্ষকে ফিরে আসার আহ্বান জানাচ্ছি। কেউ যাতে মাদক সেবন, ক্রয়-বিক্রয় করতে না পারে সেজন্য হুঁশিয়ার করে দিচ্ছি। প্রশাসন যদি দ্রুত মাদক সেবক ও ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে শান্তি প্রিয় সাধারণ মানুষ নিজ হাতে আইন তুলে নিতে বাধ্য হবো।
বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন, ২ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক দুলাল খান। এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু কালাম শেখ, ৩ নং মহল্লা কমিটির সভাপতি ছায়েদ হাওলাদার, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম গাজী, সহ সাধারন সম্পাদক কুদ্দুস গাজী, সাবেক সহ-সভাপতি মোবারক হাওলাদার এবং যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার, ৩ মে ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur