১৯৯০ সালে তৎকালীন জাতীয় পার্টির সময়ে নির্মিত হয়েছিল চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার উত্তর বাজারের ব্রীজটি। ব্রীজটি নির্মানের কয়েক বছর যেতে না যেতেই ওই ব্রীজটির দুপাশের প্রবেশদ্বার ভেঙ্গে জনচলাচলে অনুপোযোগী হয়ে পড়েছে। ফলে স্থানীয় ৮নং ওয়ার্ড় জামায়াতে ইসলামী নেতাকর্মীদের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে এ পুরাতন ব্রীজটির দু’পাশের জনচলাচলে পাকাকরনের উদ্যোগ নেয়া হয়। তাদের এ মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী ও সুশিল সমাজ।
শুক্রবার সরেজমিনে জান গেছে, কচুয়া উপজেলার সাচার উত্তর বাজারে ৩৫ বছর আগে এ ব্রীজটি নির্মান করেন, সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা: শহীদুল ইসলাম। পরবর্তীতে সংস্কারের অভাবে ও দু পাশের মাটি ভেঙ্গে যাওয়ায় দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষ খুবই কষ্টে যাতায়াত করতো। বিগত সময়ে অনেক চেষ্টার পরও ব্রীজটির দু’পাশের সংসকার করা হয়নি। ফলে স্থানীয় ৮নং ওয়ার্ড় জামায়েত ইসলামীর সভাপতি মাও: মো: মোজাম্মেল হকের নেতৃত্বে ও বিএনপিসহ স্থানীয় বাজার ব্যবসায়ীসহ অন্যন্যাদের আর্থিক সহযোগিতায় শুক্রবার স্বেচ্ছাশ্রমে ব্রীজটির সংস্কার কাজ করা হয়।
এ ব্যাপারে কচুয়া উপজেলার ১নং সাচার ইউনিয়নের ৮নং ওয়ার্ড় জামায়াতে ইসলামী সভাপতি মাও: মো: মুজাম্মেল হক বলেন, এ ব্রীজ দিয়ে রাগদেলগামী প্রায় ২০-২৫ গ্রামের হাজার হাজার মানুষের প্রতিনিয়ত যাতায়াত। মানুষের দু:খ-খষ্ট দেখে আমরা স্থানীয়দের সহযোগীতা নিয়ে স্বেচ্ছাশ্রমে এ ব্রীজটির সংস্কার কাজ করে দিয়েছি।
সাচার ইউনিয়ন পরিষদের সম্ভ্যাব্য চেয়ারম্যান প্রত্যাশী মাও: মনির হোসেন হেলালী ও সাচার রেনেসাঁ হাসপাতালের পরিচালক মো: জিয়া উদ্দিন মজুমদার জানান, গুরুত্বপূর্ন এ ব্রীজটি সংস্কারের উদ্যোগ খুবই প্রসংশনীয়। যারা স্বেচ্ছাশ্রমে এ কাজটি করছে আমরা তাদের ধণ্যবাদ জানাই। পাশাপাশি চিকন এ ব্রীজটি আরো প্রসস্থ বাড়িয়ে নতুন করে নির্মানের দাবী জানাই।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৪ ফেব্রুয়ারি ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur