চাঁদপুর পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও শিক্ষকদের সাথে মতবিনিময় করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) একরামুল সিদ্দিক।
বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ, পুরাণবাজার মধুসুদন উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক গনেশ চন্দ্র দাস, শিক্ষক গোপাল ঘোষ, শাহিন সুলতানা, মোঃ ওয়াহিদুর রহমান, সিক্তা সাহা, দুলাল রায়, এ কে এম নাজনীনা নবী, তাপসী চক্রবর্তী, দিলীপ দেবনাথ, বিশ্বজিত চন্দ্র, মোহাম্মদ হোসাইন, গীতা রানী মজুমদার, মোঃ মামুন মজুমদার, আসমা আক্তার, শিপন শেখ, অমল নন্দী, ফয়সাল প্রধানিয়া, রতন কুমার পালসহ অন্যারা উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) একরামুল সিদ্দিক শিক্ষার মান উন্নয়নে কাজ করার আহ্বান জানান এবং বিদ্যালয়ের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। এরপূর্বে তিনি পরিদর্শনে আসলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক গনেশ চন্দ্র দাস।
স্টাফ রিপোর্টার/৪ সেপ্টেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur