পুরাণবাজার দাসপাড়ায় বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চাঁদপুর শহরের পুরাণবাজার পূর্ব শ্রীরামদী দাসপাড়া সার্বজনীন শিব মন্দির প্রাঙ্গনে সোমবার শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়েছে।বিশ্বকর্মা পূজা একটি হিন্দুধর্মীয় উৎসব। হিন্দু স্থাপত্য দেবতা বিশ্বকর্মার সন্তুষ্টি লাভের আশায় সনাতন ধর্মালম্বীরা এই পূজা করে থাক। ভাদ্র মাসের শেষ দিনে বিশ্বকর্মার পূজা অনুষ্ঠিত হয়।

দাসপাড়া সার্বজনীন শিব মন্দিরে এই প্রথমবার বিশ্বকর্মা পূজার আয়োজন করে স্থানীয়বিশ্বকর্মা পূজা উদযাপন পরিষদ।

এদিন পূজার আনুষ্ঠানিকতায় সকাল ১০টায় ভক্তবৃন্দ কলেজঘাট ডাকাতিয়া নদীতে গঙ্গাঁ আহবান,বেলা ১২টায় পুজার ঘটস্থাপন ও শুভারম্ভ,১টায় পুষ্পাঞ্জলি নিবেদন, ১ঃ৩০ টায় প্রসাদ বিতরণ,সন্ধ্যায় ৭টায় ধুনচী নাচ প্রতিযোগিতা,রাত ৮ঃ৩০টায় পুরস্কার বিতরণ। ৯টায় প্রতিমা বিসর্জন।

বিশ্বকর্মা পূজার এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক লিটন সাহা।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দাসপাড়া শিব মন্দির কমিটির সাধারণ সম্পাদক রাজিব দে,সদস্য লিটন সাহা,গৌতম সাহা,স্বপন দে, দাসপাড়া সার্বজনীন দুর্গা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক কিরন দাস,দাসপাড়া শিব মন্দির মন্দির জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি শাওন দাস,সাধারণ সম্পাদক সুব্রত দাস,দাসপাড়া বিশ্বকর্মা পূজা কমিটির সভাপতি সঞ্জিব দ্স,সাধারণ সম্পাদক জীবন দাস,সহ সভাপতি সুমন দে,রাজিব দাস,মানিক দাস,সাংগঠনিক সম্পাদক বিশ্বজিত দাস,কোষাধ্যক্ষ শুভঙ্কর চৌধুরী প্রমুখ।

প্রতিবেদক: আশিক বিন রহিম, ১৮ সেপ্টেম্বর ২০২৩

Share