বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে চাঁদপুর শহরের পুরাণবাজার ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ ফেব্রæয়ারি) বিকেলে অত্যান্ত ঝাকজমকপূর্ণ আয়োজনের মধ্যদিয়ে কলেজ মাঠে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
আয়োজনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রনালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. দীপু মনি এমপি। পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল।
প্রধান অতিথির বক্তব্যে ডা. দীপু মনি এমপি বলেন, আমরা আমাদের স্বপ্নের জায়গা থেকে এখনোও অনেক অনেক দূরে। তবে এ কলেজে আসলে ফুলে ফুলে চারদিকের মনোমুগদ্ধকর পরিবেশ দেখে মনে হয় আমরা অনেক এগিয়েছি। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ফুলের সুভাষের মতই জ্ঞানের আলো ছড়াবে। অভিভাবকদেরও দায়িত্ব রয়েছে। আপনারা আপনাদের সন্তানদের দায়িত্বের প্রতি একটু নজর দিন এবং শিক্ষকদের সাথে তাদের বিষয়ে সমন্বয় করেন। তাহলেই তাদের পড়ালেখার মান অনেক পরিবর্তন হবে।
হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হাবিবুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন ক্রীড়া আহŸায়ক সাইফুল ইসলাম।
এ সময় চাঁদপুর সরকারী কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. এ এস এম দেলওয়ার হোসেন, স্বাধীনতা প্রদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, চাঁদপুর চেম্বার অব কর্মাসের সভাপতি জাহাঙ্গীর আখন্দ সেলিম, সাবেক সভাপতি সুভাষ চন্দ্র রায়, সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, সদস্য অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুদ আলম মিল্টন, সদস্য নূরুল ইসলাম নাজিম দেওয়ান, আইয়ুব আলী বেপারীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ক্রীড়া প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
আশিক বিন রহিম