চাঁদপুর শহরের বাণিজ্যিক এলাকা পুরাণবাজারের ১ থেকে ৫ নং ওয়ার্ডে কমিউনিটি পুলিশের কার্যক্রম গতিশীল করতে ৫টি অঞ্চল প্রধানদের সাথে জেলা কমিউনিটি পুলিশের সাথে রোববার (২৬ ফেব্রুয়ারি ) বিকেলে পুরাণবাজার পুলিশ ফাঁড়িতে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন কমিউনিটি পুলিশের সিপিআই হারুনুর রশিদ, চাঁদপুর মডেল থানার সেকেন্ড অফিসার কমিউনিটি পুলিশের সিপিও জাফর আহমেদ, সাধারণ সম্পাদক সূফি খায়রুল আলম খোকন,সহ- সভাপতি ও চাঁদপুর চেম্বার অব কমার্সের পরিচালক তমাল কুমার ঘোষ, পৌর কমিটির সহ-সভাপতি চাঁদপুর চেম্বার অব কমার্সের পরিচালক রোটা. জামাল হোসেন, সাধারণ সম্পাদক শাহেদুল হক মোর্শেদ, অঞ্চল-৯ এর সভাপতি আলী হোসেন সেলিম, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন কালু, অঞ্চল-১৫ এর সভাপতি মুরাদ হোসেন খান, সাধারণ সম্পাদক জিএম শামছুল আলম, অঞ্চল-৮এর সভাপতি নকিব চৌধুরী, সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ বেপারী, পুরাণবাজার পুলিশ ফাড়ির ইনচার্জ মো.জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
এ সময় পুরাণবাজারের ৫ ওয়ার্ডের কমিউনিটি পুলিশের বর্তমান কার্যক্রম আরো গতিশীল করতে ও টহল ব্যবস্থা জোরদারের তাগিদ দেয়া হয়।
প্রতিবেদক-আশিক বিন রহিম
।। আপডটে,বাংলাদশে সময় ১১ : ৪৯ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৭ রোববার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur