চাঁদপুর শহরের পুরাণবাজার রয়েজ রোডের পাঁচতারা সেমাই কারখানায় অভিযান করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার ১৩জুন সকালে অস্বাস্থ্যকর ও ময়লা পরিবেশে সেমাই উৎপাদন করায় প্রতিষ্ঠানটিকে ৮ হাজার টাকা জরিমানা করে আদালত।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত শারমিন।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. মহসীন উজ্জল ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত শারমিন জানায়, জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, ঈদ আসলেই চাঁদপুর জেলা সদর সহ উপজেলাগুলোতে ভেজাল সেমাই তৈরি করতে ব্যস্ত হয়ে পরে।
আর প্রতি বছরই জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারখানাগুলোতে অভিযান করা হয়। তবে এ বছর চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্কিট হাউজে কারখানার শ্রমিকদের স্বাস্থ্য সম্মতভাবে সেমাই তৈরি করতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। কারখানার মালিক ও শ্রমিকরা প্রশিক্ষণ নিলেও সে অনুযায়ী স্বাস্থ্যসম্মত সেমাই তৈরি না করায় প্রতারিত হচ্ছে চাঁদপুরবাসী। খাচ্ছেন ভেজাল লাচ্ছা সেমাই।
প্রতেবদক- মাজহারুল ইসসলাম অনিক
: আপডেট, বাংলাদেশ সম ৪: ০০ পিএম, ১২ জুন ২০১৭, সোমবার
ডিএইচ