শিশু সন্তানকে ‘মারধরেরর প্রতিবাদ’ করায় হানিফ বিশ্বাস (৪০) নামে এক বাবার ওপর অর্তকিত ‘হামলা’ চালিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ১৬ আগস্ট মঙ্গলবার দুপুরে চাঁদপুর শহরের পুরান বাজারের মধ্য শ্রীরামদি টিজি রোডে।
আহত হানিফ বিশ্বাস ওই এলাকার আবদুল লতিফ বিশ্বাসের পুত্র।
আহত আব্দুল লতিফ বিশ্বাস জানায়, ‘ইব্রাহিম বিশ্বাস বাড়ির সামনের দোকান থেকে প্রয়োজনীয় জিনিস কিনতে গেলে একই এলাকার ইদ্রিস গাজীর পুত্র মনির হোসেন গাজী বিভিন্নভাবে ভয় ভীতি দেখায় এবং তার গালে মাথায় ‘চড় থাপ্পড়’ মারে। তখন শিশু ইব্রহিম কান্না করলে তার বাবা হানিফ বিশ্বাস তাকে জিজ্ঞাসা করতে গেলে মনির হোসেন ‘ক্ষুব্দ’ হয়ে শিশু ইব্রাহিমকে পুনরায় গাড়ে ধরে ‘আঘাত’ করে।
এ নিয়ে উভয়ের মাঝে বাকবিতন্ডা সৃষ্টি হয়। পরে স্থানীয়রা তা মিমাংশা করবে বলে সিদ্ধান্ত নেয়।
সে সূত্র ধরে পরবর্তীতে মঙ্গলবার দুপুরে মনির হোসেন রাস্তায় হানিফ বিশ্বাসকে একা পেয়ে তার উপর অতকিত হামলা চালায়। ডাক চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে এসে তাকে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি হাসপাতালে এনে ভর্তি করায়।
[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2016/04/Kobir-Mizi.jpg ” ] প্রতিবেদক- কবির হোসেন মিজি [/author]
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur