পুরাণবাজারে মেসার্স মনির ট্রেডার্সের শুভ হালখাতা অনুষ্ঠিত

চাঁদপুর জেলার প্রধান বাণিজ্যিক এলাকা পুরানবাজার মনজিদপট্টি এলাকায় মেসার্স মনির ট্রেডার্সের শুভ হালখাতা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১৪ মে বুধবার বেলা ১১টায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ঐতিহাসিক পুরানবাজার জামে মসজিদের খতিব মাওলানা মুফতি ইব্রাহিম খলিল।

আমন্ত্রিত ব্যবসায়ীদের অব্যর্থতা জানান, মেসাস মনির ট্রেডার্সের স্বত্ত্বাধীকারী মো. মনির হোসেন ঢালী ও পরিচালক দুলাল মৃধা।

এসময় উপস্থিত ছিলেন, পুরানবাজারের বিশিষ্ট ব্যবসায়ী সেলিম খান, ঐতিহাসিক পুরানবাজার জামে মসজিদের মোয়াজ্জেম হাফেজ ওমর ফারুক, গদি ঘরের ভবন মালিক হাজী খোরশেদ বেপারী, পুরানবাজার কাঁচামাল ব্যবসায়ী সমিতির সভাপতি মোস্তফা মুন্সি, সাধারণ সম্পাদক দুলাল কাজী, ব্যবসায়ী হাজী লোকমান বেপারী, আসলাম তালুকদার, হাজী ফরিদ আকন্দ, খোরশেদ আলম, শেখ হাবিব, আনিস বেপারী, আল আমিন মল্লিক, ফারুক আকন্দ, নাজিম মৃধা, মামুন, সাংবাদিক আশিক বিন রহিমসহ অন্যান্য ব্যবসায়ীবৃন্দ।

ব্যবসায়ীদের আপ্যায়নে দায়িত্ব ছিলেন মেসার্স মনির ট্রেডার্সের আলী আকবর শেখ, মেহেদী হাসান।

স্টাফ রিপোর্টার, ১৪ মে ২০২৫