চাঁদপুর পুরাণবাজারে পানিতে পড়ে ৭ বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জুন) ওই এলাকার আইলা বিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু ওই এলাকার মরু মিয়ার ছেলে সাগর (৭)।
সাগরের নিকটাত্মীয় সূত্রে জানা যায়, মায়ের অজান্তে বাড়ির অন্য দু’শিশুর সাথে সে গোসল করতে পাশের পকুরে নেমে পড়ে। সাঁতার জানা না থাকায় এ দুর্ঘটনার শিকার হয়। এর আগে তাকে সম্ভাব্য সকল স্থানে খোজাখুঁজি করে পাওয়া যায়নি। পরে প্রতিবেশি একজন ওই পুকুরে গোসল করতে গিয়ে পায়ের সাথে ধাক্কা লেগে শিশুটিকে পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসা সাগরকে মৃত ঘোষণা করে।
এদিকে শিশু সাগরের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসে।
প্রতিবেদক- কবির হোসেন মিজি
: আপডেট, বাংলাদেশ সময় ২: ৩০ পিএম, ১৭ জুন ২০১৭, শনিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur