চাঁদপুর শহরের বানিজ্যিক এলাকা পুরাণবাজার হরিসভা মন্দির কমপ্লেক্সে নবর্নিমিত শ্রী শ্রী জগন্নাথ মন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী এবং চাঁদপুর পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ।
শনিবার (২৭ মে) দুপুরে নেতৃবৃন্দ মন্দির পরিদর্শন করে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, হরিসভা মন্দির কমপ্লেক্সের সভাপতি ও চাঁদপুর চেম্বার সভাপতি বাবু সুভাষ চন্দ্র রায়, সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, পৌর প্যানেল মেয়র ছিদ্দিকুর রহমান ঢালী, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি গোপাল চন্দ্র সাহা, প্রতিষ্ঠানের অধ্যক্ষ শ্রী বিশাল গোবিন্দ দাস,পৌর কাউন্সিলর মোহাম্মদ আলী মাঝি, মামুনুর রহমান দোলন, আওয়ামীলীগ নেতা হাজী আবুল বাশার মিলন, নুর মোহাম্মদ পাটওয়ারী, মজিদ খান ডেঙ্গু, ফজল প্রধানিয়া, মোহাম্মদ আলী কুট্টি, তিমির নাহা প্রমুখ।
আগামী ৭ জুন নতুন এই মন্দিরটির শুভ উদ্বোধন হবে।
প্রতিবেদক- আশিক বিন রহিম
আপডেট, বাংলাদেশ সময় ১০ : ৫০ পিএম, ২৭ মে ২০১৭, শনিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur