চাঁদপুর

পুরাণবাজারে চরিত্রগঠন আন্দোলনের আলোকে ধর্মসভা

অখণ্ড মন্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের প্রবর্তিত চরিত্রগঠন আন্দোলনের আলোকে ধর্ম সভা বৃহস্পতিবার (১ ফেব্রæয়ারি) সন্ধায় পুরানবাজার সার্বজনীন কালী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

ধর্ম সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ব অখন্ড সংর্ঘের প্রধান শ্রীশ্রী দাদামনি তপন ব্রহ্মচারী মহারাজ।

চাঁদপুর অযাচক আশ্রমের মহারাজ অধ্যক্ষ সুখরঞ্জন ব্রহ্মচারীর সভাপতিত্বে প্রধান হিসেবে বক্তব্য রাখেন পুপনকি আশ্রমের অধ্যক্ষ শ্রী আনন্দ কমল ব্রহ্মচারী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গ সম্মিলিত অখন্ড সংগঠনের সহ-সভাপতি এবং পশ্চিমবঙ্গ সরকারের সাবেক সচিব শ্রী সুপ্রিয় কর, অল ইন্ডিয়া মেডিক্যাল ইনিস্টিটিউট সাইন্সের বিভাগীয় প্রধান ডা. অশোক কুমার মুখপাধ্যায়, ড. মিলন কান্তি রায়, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাড. বিনয় ভূষণ মজুমদার, সাধারণ সম্পাদক অ্যাড রনজিৎ কুমার রায় চৌধুরী, জেলা পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ।

ধর্মসভা চলাকালীন সময়ে স্থানীয় উদয়ন সংগীত বিদলয়ের শিল্পীবৃন্দ ও ভারত থেকে আগত শিল্পীরা স্বরূপানন্দ সংগীত পরিবেশন করেন।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ অখণ্ড সংঘের সাধারণ সম্পাদক তাপস কুমার সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক প্রবাল চৌধুরী, সাংগঠনিক সম্পপাদক সুধাংশু হালদার, অথ সম্পাদক সুজিত কুমার দে।

প্রধান অতিথিকে বিভিন্ন ধর্মীয় সংগঠনের পক্ষে ফুলেল শুভেচ্ছা জানান চাঁদপুর অখণ্ডমন্ডলীর সহ-সভাপতি মন কুমার দাস, সাধারণ সম্পাদক মনতোষ সাহা, চাঁদপুর অযাচক আশ্রম বোর্ড অব ট্রাস্টের পক্ষে দুলাল দাস, তাপস দাস, অঞ্জন দাস, মৃনাল দাস।

মা দেবী সংঘের উৎপল দাস, সমীর দাস, খোকন দাস, শনি দাস। প্রতিভা সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি মৃনাল কান্তি দাস, সাধারন সম্পাদক অ্যাড. পলাশ মজুমদার, সদস্য প্রনব সাহা ও মৃদুল দাস। দাস পাড়া দূর্গা মন্দিরের পক্ষে সাধারণ সম্পাদক গৌতম দাস, অনুপ দাস। দাস পাড়া কালী মন্দিরের পক্ষে স্বপন দাস, বিকাশ দাস, নিতাই দাস, শনি দাস প্রমুখ।

প্রতিবেদক- শরীফুল ইসলাম
: আপডেট, বাংলাদেশ সময় ১০:৩৩ পিএম, ১ ফেব্রুয়ারি ২০১৮, বৃহস্পতিবার
ডিএইচ

Share