রেমিট্যান্স সম্মাননা পুরস্কার পেলেন চাঁদপুরের সাখাওয়াত হয়েছেন চাঁদপুরের কৃতী সন্তান,ব্যবসায়ী সাখাওয়াত হোসেন শরীফ। ২০ জুলাই সিঙ্গাপুরের নভোটেল হোটেলের জেড বলরুমে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা তুলে দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড.আহসান এইচ মনসুর।
অনুষ্ঠানটি আয়োজন করে অগ্রণী এক্সচেঞ্জ হাউজ প্রাইভেট লিমিটেড,যা অগ্রণী ব্যাংক লিমিটেডের একটি আন্তর্জাতিক রেমিট্যান্স প্রতিষ্ঠান।
সাখাওয়াত হোসেন শরীফ বর্তমানে সিঙ্গাপুরে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করছেন। তিনি বিভিন্ন ভাবে সামাজিক কাজের সাথে সম্পৃক্ত রয়েছেন। তিনি প্রথমবারের মতো এ পুরস্কারে ভূষিত হলেন।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর প্রবাসীদের অবদানের কথা তুলে ধরে বলেন,‘বৈধপথে রেমিট্যান্স পাঠানো দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। সরকার এ বিষয়ে নানা সুযোগ-সুবিধা চালু করেছে।’
এ সময়ে অনুষ্ঠানে অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ,সিঙ্গাপুরে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার ড.নজরুল ইসলাম,টাকরাল গ্রুপের চেয়ারম্যান ঘুরমেট সিং এবং সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী,ব্যাংক ও রাষ্ট্রীয় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সাখাওয়াত হোসেন শরীফ এর আগেও বিভিন্ন সময় সামাজিক কাজে অবদানের জন্য বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন। তার এ অর্জন শুধু চাঁদপুরের নয়,গোটা দেশের প্রবাসী উদ্যোক্তাদের জন্য অনুপ্রেরণা বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
২১ জুলাই ২০২৫
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur