Home / শিক্ষাঙ্গন / এইচএসসির ফল পুন:নিরীক্ষার আবেদন করবেন যেভাবে
পুননিরীক্ষা

এইচএসসির ফল পুন:নিরীক্ষার আবেদন করবেন যেভাবে

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল নিয়ে যাদের অসন্তোষ রয়েছে, তারা আগামি ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ফলাফল পুন:নিরীক্ষণের আবেদন করতে পারবেন।

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি জানিয়েছে, টেলিটক প্রি-পেইড নম্বর থেকে ফল পুন:নিরীক্ষণের আবেদন করা যাবে। প্রতিটি বিষয় ও প্রতি পত্রের জন্য ১২৫ টাকা হারে চার্জ কাটা হবে। যেসব বিষয়ের দুটি পত্র (প্রথম ও দ্বিতীয় পত্র) রয়েছে, সেসব বিষয়ের ফল পুন:নিরীক্ষার আবেদন করলে ২৫০ টাকা ফি কাটা হবে। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে RSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে বিষয় কোড লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

ফিরতি এসএমএসে কত টাকা কাটা হবে তা জানিয়ে একটি পিন নম্বর দেয়া হবে। সম্মত থাকলে ম্যাসেজ অপশনে গিয়ে RSC Yes লিখে পিন নম্বর ও যোগাযোগের জন্য যেকোনো মোবাইল অপারেটরের একটি নম্বর দিয়ে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। এসএমএসের মাধ্যমে একাধিক বিষয়ের ফল পুন:নিরীক্ষণের আবেদন একবারে করা যাবে। সেক্ষেত্রে কমা দিয়ে বিষয় কোড আলাদা করে লিখতে হবে।

পুন:নিরীক্ষণের ফলাফল শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে জানিয়ে দেয়া হবে। এ ছাড়া আবেদনকারীদের মোবাইলেও এসএমএস করে ফল জানিয়ে দেয়া হবে।

৮ ফেব্রুয়ারি ২০২৩
এজি