Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে তিনটি পুকুরে বিষ দিয়ে মাছ নিধন
পুকুরে

ফরিদগঞ্জে তিনটি পুকুরে বিষ দিয়ে মাছ নিধন

ফরিদগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আবাদকৃত ২টি পুকুর ১টি ঝিলে বিষ প্রয়োগ করে প্রায় ৭ লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা।

৩ সেপ্টেম্বর শুক্রবার রাতে উপজেলার গোবিন্দপুর দক্ষিন ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বেপারি বাড়িতে এ ঘটনাটি । এ ব্যাপারে ৪ সেপ্টেম্বর শনিবার বদিউর রহমান ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ।

থানায় দায়েরকৃত অভিযোগে জানা যায, গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের পশ্চিম গোবিন্দপুর বেপারী বাড়ির মোঃ বদিউর জামানের সাথে একই বাড়ির সুজন হোসেন গংদের সাথে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। গত এক যুগেরও বেশি সময় ধরে চলা বিরোধের কারণে বদিউর জামান থানায় লিখিত অভিযোগ করে।

সেই অভিযোগের ভিত্তিতে শুক্রবার অভিযোগের তদন্ত করতে তদন্তকারী কর্মকর্তা সেখানে যায়। কিন্তু ওই রাতেই বদিউর জামানের উপর ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষরা তার আবাদকৃত পুকুর ও ঝিলে বিষ ঢেলে প্রায় ৭ লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলে। ঘটনার বিষয়ে সুজন হোসেন জানান, আমি উক্ত বিষয়ে কিছুই জানিনা।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, অভিযোগ পেয়েছি । তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।

প্রতিবেদকঃ শিমুল হাছান