Home / বিশেষ সংবাদ / পুকুরে মিলল রুপালি ইলিশ
পুকুর

পুকুরে মিলল রুপালি ইলিশ

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার পুকুর থেকে ৩০০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ পাওয়া গেছে।রোববার ভোরে উপজেলার হরনী ইউনিয়নের বাসিন্দা মো. বেলালের পুকুরে মাছটি পাওয়া যায়।

স্থানীয়রা জানান, ভোরে বেলালের পুকুরে ইলিশ মাছটি পাওয়া যায়। জোয়ারের পানি প্রবেশের সঙ্গে ইলিশটি পুকুরে আসতে পারে বলে ধারণ করা হচ্ছে।

পুকুরের মালিক মো. বেলাল বলেন, ভোরে পুকুরে সেচ দিয়ে একটি ইলিশ পেয়েছি। ওই ইলিশের ওজন প্রায় ৩০০ গ্রামের মতো।

গবেষকরা বলেন, জোয়ারের পানির সঙ্গে পুকুরে নোনা পানির ইলিশও প্রবেশ করতে পারে। তবে গবেষকরা অনেক দিন ধরে গবেষণা করে আসছেন, পুকুরে ইলিশ চাষ করা যায় কি না। ইতিপূর্বে বাংলাদেশের আরও দু’এক জায়গায় পুকুরে ইলিশ পাওয়া যাচ্ছে।

বার্তাকক্ষ, ২৯ আগস্ট, ২০২১;