চাঁদপুরের হাজীগঞ্জের ৭নং বড়কূল পশ্চিম ইউনিয়নের সাদ্রা দরবার শরীফের বড় হুজুর আলহাজ্ব মুফতি আবু জোফার মুহাম্মদ আব্দুল হাই সাদ্রাভীর জানাযা শনিবার বাদ জোহর দরবার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
হুজুরের জানাযায় দূর-দূরান্তে থেকে আগত আশেক ভক্তগণসহ হাজার হাজার মুসুল্লীদের ঢল নামতে দেখা যায়।
প্রথম জানাযার ইমামতি করেন ধেররা ইমামে রাব্বানী দরবার শরীফের প্রতিষ্ঠাতা আল্লামা সৈয়দ আবেদ শাহ্ মোজাজেদীর মেজো ছেলে সৈয়দ জাহান শাহ্ ।
দ্বিতীয় জানাযায় ইমামতি করেন সাদ্রা দরবার শরীফের বর্তমান পীর কেবলা মুহুরুমের জৈষ্ট সন্তান মাও. মো. আরিফ হোসেন সাদ্রাভী।
হুজুরের জানাযায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জি.মমিনুল হক, সাদ্রা মাদ্রাসার অধ্যক্ষ মাও.আবু বক্কর,স্থানীয় চেয়ারম্যান মনির হোসেন গাজীসহ বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ ও মসজিদের ইমামগন।
প্রসঙ্গত, শুক্রবার বাদ জুমা সাদ্রা দরবার শরীফের বড় হুজুর পীর সাহেব কেবলা আলহাজ্ব আল্লামা মুফতি আজম আবু জোফার মুহাঃ আব্দুল হাই সাদ্রাভী স্বাভাবিক অবস্থায় সমেশপুর সর্দার বাড়ী জামে মসজিদে ইন্তেকাল করেন।
তাঁর মৃত্যুতে এলাকাবাসীসহ দূর-দূরান্তের বিভিন্ন দল ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শোক বার্তা প্রকাশ করতে দেখা যায়।
সাদ্রা দরবার শরীফের আওতাধীন মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন ধর্মীয় পাঠাগার স্থাপনে বড় পীর মাও.আবু জফর মোহাম্মদ আব্দুল হাই সাহেবের বিশেষ অবদান রয়েছে। এছাড়াও প্রতিবছর সৌদি আরবের সাথে মিল রেখে সাদ্রা দরবার শরীফের আওতায় জেলার ৪০ক গ্রামের মানুষ রোজা ও ঈদ উদযাপন করে আসছে বলে জানা যায়।
প্রতিবেদক- জহিরুল ইসলাম জয়
: আপডেট, বাংলাদেশ ১১: ৫৫ পিএম, ১২ আগস্ট ২০১৭, শনিবার
ডিএইচ