সারাদেশ

পিলখানার আসামি আ’লীগ নেতা তোরাব আলী আর নেই

পিলখানা হত্যাকাণ্ডের আসামি আওয়ামী লীগ নেতা তোরাব আলী আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ শুক্রবার ভোর ৬টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীয় অবস্থায় তিনি মারা যান।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী হানিফ মিয়া তার মৃত্যুর সংবাদ নিশ্চিত করে জানান, গত ৩ জানুয়ারি তোরাব আলীকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। আজ শুক্রবার ভোর ৬টার দিকে তিনি মারা যান।

বিডিআর বিদ্রোহে উস্কানি দেয়ার অভিযোগে অভিযুক্ত এই আওয়ামী লীগ নেতা বিচারিক আদালত থেকে যাবজ্জীবন পেয়েছিলেন। গত ২৭ নভেম্বর হাইকোর্টের রায়ে তিনি খালাস পান। কিন্তু খালাস পেলেও প্রয়োজনীয় কাগজপত্র কারাগারে না পৌঁছায় তিনি মুক্তি পাননি। গত ৩ জানুয়ারি অসুস্থ হয়ে পড়লে তাকে কারাগার থেকেই ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

হানিফ মিয়া আরও জানান, ময়নাতদন্তের জন্য তোরাব আলীর লাশ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তর করা হবে।

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ০১:০৩ পিএম, ৫ জানুয়ারি ২০১৮, শুক্রবার
ডিএইচ

Share