পিতা মুজিবের রক্ত আমরা বৃথা যেতে দিবো না : চাঁদপুরে শিক্ষামন্ত্রী

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, ‘আজকের শোকের এই দিনে আমাদের শপথ নিতে হবে পিতা মুজিবের রক্ত আমরা বৃথা যেতে দিবো না। বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন আমাদের বাস্তবায়ন করতে হবে।’

১৫ আগস্ট মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুর পৌর ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ, মহিলা আওয়ামীলীগ, যুবলীগ, যুব মহিলা আওয়ামীলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, মৎসজীবীলীগ ও ছাত্রলীগের যৌথ আয়োজনে দোয়া মিলাদ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী আরও বলেন, যারা যুদ্ধের সময় আমার মা বোনের ইজ্জত লোটে নিয়েছি শেখ হাসিনাকে ২১ বার হত্যার চেষ্টা করেছে ২০১২-১৪ সালে আগুন সন্ত্রাস করছে সেই অপশক্তিকে যেকোন মূল্য আমরা পরাজিত করে নৌকার বিজয় আবারও নিশ্চিত করবো।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, পৌর মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা মাসুদা নূর খান, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, মোহাম্মদ আলী মাঝি, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ন কবির সুমন,পৌর যুবলীগের সদস্য কাউন্সিলর অ্যাড. কবির চৌধুরী, জেলা ছাত্র লীগের সভাপতি মো. জহির উদ্দন, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ।
অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা কেফায়েত উল্লাহ।

আয়োজিত অনুষ্ঠানে দেড় সহস্রাধিক মানুষের মাঝে শোক দিবস উপলক্ষে তবারক বিতরণ করা হয়।

প্রতিবেদক: কবির হোসেন মিজি, ১৫ আগস্ট ২০২৩

Share