পিকআপ থেকে পড়ে হাজীগঞ্জের রাসেল ঢাকা পঙ্গু হাসপাতালে
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার দারিদ্র্য পরিবারের স.ন্তান মো. রাসেল মিয়া (১৮)। গত ৩ নভেম্বর নোয়াখালী লক্ষীপুর এলাকায় পিক-আপের হেলপার রাসেল গাড়ী থেকে পড়ে কমর থেকে ডান পা পর্যন্ত ভেঙ্গে যায়। বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে দরিদ্র্য পরিবার খরচ চালাতে হিমসিম খাচ্ছে বলে জানাযায়।
সে উপজেলার ১১ নং হাটিলা পশ্চিম ইউনিয়ন কাঠালী বেপারী বাড়ীর অতিদরিদ্র ভিক্ষুক আমির হোসেনের ছেলে। ভাঙ্গা ঘর ভিটায় ৪ জন সদস্যের মধ্যে রাসেল মিয়া এক মাত্র উপার্জনকারী ব্যক্তি। হঠাৎ করে সড়ক দুর্ঘটনায় পরিবারটি যেন দিশেহারা অবস্থা পার করছে।
স্থানীয় বাড়ির চাচা মামুন হোসেন বলেন, আমরা এলাকায় বিভিন্ন মানুষের কাছে গিয়ে প্রায় ৫ হাজার টাকা উঠিয়ে পাঠিয়েছি। কিন্তু তার চিকিৎসার জন্য প্রয়োজন কয়েক লক্ষ টাকা। ইতিমধ্যে খরচ হয়েছে প্রায় ৫০ হাজার টাকা। তাই সকলের কাছে অনুরোধ চিকিৎসার খরচে সাহায্যেতে হাত বাড়ালে ছেলেটি ফিরে পেতে পারে নতুন একটা জীবন।
বাবা একজন ভিক্ষুক তার পক্ষে ছেলের চিকিৎসা চালানো সম্ভব নয়। তাই গ্রামবাসী ও দশের সহযোগিতা উঠতি বয়সের ছেলেটি ফিরে পেতে পারে নতুন একটা জীবন। তাই নিম্ন বিকাশ নাম্বারে 01609675896 যোগাযোগ করে সহযোগিতার হাত বাড়াতে দরিদ্র পরিবার দেশবাসীর কাছে প্রার্থনা জানান।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়/
৮ নভেম্বর ২০২৫