শাহরাস্তিতে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ খালে পড়ে যায়। ১২ সেপ্টেম্বর বিকেলে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের (রাড়া গ্রামের) উয়ারুক স্টেশন বাজারে পশ্চিমে মনির পেট্রোল পাম্পের পাশ্চিম পাশে একটি পিকআপ নিয়ন্ত্রন হারিয়ে দক্ষিণ পাশে খালে পড়ে যায়।
দুর্ঘটনায় কেউ তেমন কোন হতাহত হয়নি, প্রত্যক্ষদর্শী এক পথচারী বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায় ঢাকা মেট্টো – ন,১৫-১৪০২ নম্বরেের উক্ত পিকআপটি কুমিল্লার দিক থেকে চাঁদপুরের দিকে যাচ্ছিলো। এসময় উক্ত পিক-আপে ড্রাইভার-হেলপার ছাড়াও ২ জন শ্রমিক ছিলেন।
প্রতিবেদকঃ জামাল হোসেন
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur