Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / পিএইচপি কোরআনের আলোতে ইয়েস কার্ড পেলো চাঁদপুরের ৯ জন
পিএইচপি কোরআনের আলোতে

পিএইচপি কোরআনের আলোতে ইয়েস কার্ড পেলো চাঁদপুরের ৯ জন

বাংলাদেশ মারকাযুত তা’লীম ফাউন্ডেশনের উদ্যোগে চাঁদপুর অঞ্চলের জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ১৪ মার্চ শনিবার মতলব পৌরসভার ভাঙ্গারপাড় রহমানিয়া দারুল উলুম মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় জেলার ৮ উপজেলার ১শ ২৭জন প্রতিযোগির মধ্যে ৯ জন প্রতিযোগি ঢাকার জন্য ইয়েস কার্ড পায়।

প্রতিযোগিতায় ইয়েস কার্ড পেলেন মতলব উত্তর উপজেলার রহমানি প্রি-ক্যাডেট মাদ্রাসার ছাত্র মোঃ নুরুল্লা নূর, সটাকী মাদ্রাসার ছাত্র ইসমাইল ইকরাম, কালিপুর আল নূর ইসলামিয়া মাদ্রাসার ছাত্র রিফাত হাসান, মিলারচর মাথা ভাঙ্গা মাদ্রাসার ছাত্র মোঃ ইব্রাহিম খলিল, সটাকী আহম্মদীয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র তাওহীদুল ইসলাম মানিক, দক্ষিণ রাঢ়ীকান্দি মদীনাতুল উলুম মাদ্রাসার ছাত্র মুহাম্মদ সিয়াম, মতলব দক্ষিণ উপজেলার ভাঙ্গারপাড় রহমানিয়া মাদ্রাসার আব্দুল্লাহ আল মামুন, তাহফিজুল উম্মাহ হাফিজিয়া মাদ্রাসার ছাত্র শরীফুল ইসলাম, ফরিদগঞ্জ বাইতুন নূর তাহসিন কোরআন মাদ্রাসার ছাত্র জুনায়েদ হোসেন।

ক্বারী আলহাজ্ব মোঃ আনছার উদ্দিন বাগিচাপুরীর সভাপতিত্বে ও জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার প্রতিনিধিক্বারী এইচএম মাইন উদ্দিন খানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এনটিভির প্রতিনিধি হাফেজ ক্বারী মাওলানা মোঃ রায়হান ভূইয়া।

আলোচনা সভায় বক্তব্য রাখেন রহমানিয়া দারুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা মোঃ সাইদুর রহমান, মতলব প্রেসক্লাবের সভাপতি রোকনুজ্জামান রোকন, পৌর কৃষকলীগের আহবায়ক সাংবাদিক গোলাম হায়দার মোল্লা, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোঃ মোস্তফা সরকার প্রমুখ।

মাহফুজ মল্লিক,১৪ মার্চ ২০২০