আইসিটি অ্যাক্ট ভুঁইফোড়দের জন্য : চাঁদপুরে পিআইবি মহাপরিচালক

বাংলাদেশে প্রেস ইন‌স্টি‌টিউট (পিআই‌বি) মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেন, সারাদেশে তথ্য প্রযুু‌ক্তির বিকাশ ঘটেছে। করোনকালেও আমরা প্রযু‌ক্তির সহ‌যো‌গিতা নি‌য়ে অনলাই‌নে সারাদেশের সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা ক‌রি‌য়েছি।

১৫ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লা‌ব মিলনায়তনে তিন‌ দিন ব্যাপী সাংবা‌দিকতায় বু‌নিয়া‌দি ও অনুসন্ধানমূলক রি‌পো‌টিং প্রশিক্ষণের সমাপনীদিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বর্তমান সরকার যে আই‌সি‌টি অ্যাক্ট করেছে,সেটা স‌তিকা‌রের গণমাধ্যমের জন্য নয়, তা ভুঁইফোড়দের জন্য। এ জন্য ডি‌জিটাল আইন করে ফেসবুক ও ভুঁইফোড় অনলাই‌নের প্রতি তা প্রয়োগ করা হ‌চ্ছে।

পিআইবির মহাপরিচালক ও চাঁদপুর পৌরসভা মেয়রের কাছ থেকে সনদ গ্রহণ করছেন মাজহারুল ইসলাম অনিক

চাঁদপুর প্রেসক্লা‌বের সভাপ‌তি ইকবাল হো‌সেন পাটওয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রহিম বাদশার সঞ্চলনায় এ সময় বি‌শেষ অ‌তি‌থির বক্তব্য দেন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জু‌য়েল, ফ‌রিগঞ্জ উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম্যান জা‌হিদুল ইসলাম রোমান, পিআই‌বির প্রশিক্ষক এবং জাহাঙ্গীর নগর বিশ্ব‌বিদ্যাল‌য়ের গণ‌যোগা‌যোগ ও সাংবা‌দিকতার সহ‌যোগী অধ্যাপক প্রদীপ কুমার পা‌ন্ডে, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, গোলাম কিবরিয়া জীবন প্রমুখ।

১৩ সেপ্টেম্বর সোমবার চাঁদপুর প্রেসক্লা‌বের আ‌য়োজ‌নে তিন‌ দিন ব্যাপী সাংবা‌দিকতায় বু‌নিয়া‌দি ও অনুসন্ধানমূলক প্রশিক্ষ‌ণে ৭০ জন সাংবা‌দিক প্রশিক্ষ‌ণ অংশগ্রহণ করেন।

প্রতিবেদক: শরীফুল ইসলাম

Share