প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, প্রবাসী সাংবাদিকদের সরকারী প্রেস ইনস্টিউটের (পিআইবি) মাধ্যমে যে দেশে প্রবাসী সাংবাদিক রয়েছেন সেখানকার বাংলাদেশ মিশনের সহযোগিতায় প্রবাসী সাংবাদিকের প্রশিক্ষণ ব্যবস্হা করে দেয়া হবে ।
জেদ্দায় সাংবাদিকদের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ।
এতে বিশেষ অতিথি ছিলেন জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল এফ এম বুরহান উদ্দিন, সংগঠনের পৃষ্টপোষক মোহাম্মেদ ইয়াছির মিয়া, বাংলাদেশ বিমানের রিজিওনাল ম্যানেজার আলী উসমান নুর, বাংলা ও ইংলিশ স্কুলের চেয়ারম্যান কাজী নিয়ামুল বসির, মার্সেল কবির পান্নু, বীর মুক্তিযুদ্ধা আবুল কাসেম, মুক্তিযুদ্ধা মাইন উদ্দিন ভুইয়া ।
সভায় জেদ্দার কমিউনিটির নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন কাজী গোলাম সালাউদ্দিন নওফেল, মোঃ শাহাব উদ্দিন, দেলোয়ার সরকার, আব্দুস সালাম, কাজী আমিন আহমেদ, মোঃ টিপু, ওয়াজি উল্লাহ, ইঞ্জিনিয়ার আশিরাফ, মোঃ শামীম চৌধুরীসহ আরো অনেকে ।
সংগঠনের সভাপতি এম ওয়াই আলাউদ্দিনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদ সেলিমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, সোহেল রানা, রুমি সাইদ, সেলিম আহমেদ, সৈয়দ আহমেদ, হানিছ সরকার, ফিরোজ আহমেদ, সাজেদুর রহমান, মোবারক হোসেন ভুইয়া, কাওসার আহমেদ, আল মামুন শিপন প্রমুখ ।
সাগর চৌধুরী, সৌদি আরব
: আপডেট, বাংলাদেশ সময় ২: ৩০ পিএম, ১৪ জুন ২০১৭, বুধবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur